গণিত নিয়ে ভয় নতুন কিছু না। প্রায় সবার জীবনেই গণিত নিয়ে দুশ্চিন্তা করতে অনেকটা সময় ব্যয় হয়েছে বলাই বাহুল্য। তাই, এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের গণিতকে জয় করতে আমরা টেন মিনিট স্কুল থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি গণিতে বেসিক থেকে প্রো হওয়ার জন্য একটি প্রোগ্রাম “SSC ২০২৫ সাধারণ গণিত প্রাইভেট ব্যাচ”!
এই প্রাইভেট ব্যাচটিতে মাত্র ৩ মাসের মধ্যে তোমাদের সম্পূর্ণ গণিত সিলেবাস শুধু সম্পন্ন করা হবে এমন নয় বরং গণিতে তোমাদের অভিজ্ঞ করা হবে। বিশেষভাবে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছ, তাদের উচ্চমাধ্যমিক তথা কলেজ পর্যায়ে গিয়ে যেন কোনো গ্যাপ অনুভূত না হয় তাই এসএসসির আগেই গণিতে দক্ষতা অর্জন করে ফেলা হবে।
তাই, এখনই এনরোল করে ফেলো SSC সাধারণ গণিতের এই প্রাইভেট ব্যাচটিতে এবং শুরু করে দাও গণিতে তোমার দক্ষ হওয়ার যাত্রা।