Trending Now

SSC 2025 ইংরেজি রিভিশন ব্যাচ (Basic to Pro)

SSC 2025 ইংরেজি রিভিশন ব্যাচ (Basic to Pro)


মাত্র ৳১১৫০ টাকায় ভর্তি হতে এখানে ক্লিক করুন।


এসএসসি ২০২৫ সালে যারা অংশগ্রহণ করতে যাচ্ছো, তোমাদের জন্য ইংরেজি বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। ইংরেজিতে যদি A+ পেতে চাও, তাহলে ইংরেজিতে বাড়তি প্রস্তুতির কোনো বিকল্প নেই। এছাড়াও, কলেজ ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকার জন্যও তোমার এসএসসি পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে ইংরেজিতে একটি ভালো নম্বর পাওয়া জরুরি।

ইংরেজি বিষয়টি শুধুই যে পড়াশোনায় সীমাবদ্ধ তা কিন্তু নয়। পড়াশোনা, চাকরি, উচ্চশিক্ষা, দেশের বাইরে অবস্থান থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রেই তুমি ইংরেজির গুরুত্ব দেখতে পাবে। কিন্তু বিভাগীয় বিষয়গুলোতে গুরুত্ব দিতে গিয়ে অনেকেই আর ইংরেজিতে সময় দিতে পারে না। আবার, ইংরেজি বিষয়টি কঠিন হওয়ায়, অনেকেই ইংরেজিভীতির মধ্যে থাকে।

এ সকল সমস্যার সমাধানের জন্যই আমরা টেন মিনিট স্কুল থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি “SSC 2025 ইংরেজি প্রাইভেট ব্যাচ (Basic to Pro)” কোর্সটি। এটি শুধু তোমাকে ইংরেজিতে দক্ষই করবে না বরং তোমাকে ১০০ তে ১০০ প্রস্তুতি নিশ্চিত করতে সাহায্য করবে।

1 comment

  1. Hdfnjf